অন্ধকারের মলিন খামে বেঁধে,
আমি পাঠাই চিঠি ঠিকানাহীন— শূন্যতার নিকটে।
যেখানে শূন্য মানে একক কিছু নয়,
বরং মাঝে মাঝে থাকে বিপরীতদের আস্ফালন।
এখন চাঁদও আমার সাথে মিথ্যা কথা বলে,
আর তার আলোয় নেই কোনো পাথেয়,
নক্ষত্রেরা তো প্রায় মরেই গেছে,
তবু তারা মহাবিশ্বের প্রদীপ হতে চায়!
আজ অন্ধকারের বাঁধন ঢিলে হলো,
তবু জীবনের পথ মিললো না।
তুমি তো আমার ছিলে না কখনোই,
তবু কেন তোমায় খুঁজে ফিরি শূন্যতার ঠিকানাই?
অর্ধেক হৃদয়ের ভাঙ্গা স্বপ্ন নিয়ে,
আমার চোখে প্রতিফলিত মায়াজালে আটকে,
সে মায়া কি তোমার নাকি শূন্যতার?
নাকি চুপচাপ দাঁড়িয়ে থাকা স্মৃতিকথার,
যাদের মায়াময় নদীতে ডুবে গেছে আমার অস্তিত্ব।
কে সেই অর্থহীন মায়াবতী?
তাকে কি খুঁজে পাওয়া যাবে কখনো
যদি হৃদয়ের ক্যানভাসে রং ফুরিয়ে যায়?
তবুও আমি আঁকি, তবুও আমি লিখি, তবুও আমি খুঁজি—
প্রেমময় সম্পর্কে সে যে আমার নীলাবতী।