চোখের পাতায় ঘুম আসে না আর,
নিশীথের রাতজাগা গ্লানি বয়ে নিয়ে
ফিরি তোমার শহরে।
অনন্ত যন্ত্রণার ভারে—
এই ক্লান্ত চোখ, এই ক্লান্ত বুক, এই ক্লান্ত মস্তিষ্ক;
যেন সবটুকু জড়িয়ে রেখেছি বিস্তৃত এই দেহে।
জীবনের প্রত্যেক পদে পদে ভুল,
কিংবা প্রত্যেক অপেক্ষায় জন্ম দেয় নতুন এক ভুলের,
যা ক্রমাগত আমার আত্মাটাকে
কুরে কুরে খায়,
যেন কোনো ক্ষুধার্ত এক পোকা
ধীরে ধীরে খেয়ে ফেলে—
সমস্ত অস্তিত্বটাকে।