দয়াল, হেলায় খেলায় বেলা গেলো
পার করে লও মোরে,
পাপী আমি অধম গুরু
দ্বীন কায়েমের ভোরে।
পাপের বোঝা মাথার উপর
মন পঁচেছে পাপে,
গলাও আমার পাপের বোঝা
দ্বীন নূরানীর তাপে।
বিশাল এই দুনিয়ার মাঝে
নিত্য আসো সকাল সাঁঝে,
সাথে লইও তোমার গুরু
না থাকলে ভূবন মাঝে।
কত মানুষ এলো গেলো
শুধু তুমি দেখলে,
অধম অমানুষ রূপী
আমায় মনে রাখলে।
এবার,মাফ করে দাও আমায় গুরু
রহমতেরই আছরে,
নইলে গুরু জ্বলবে অনল
পাপী আমার কবরে।
হাশর যাবে তারই তাপে
ভয়ে আমার হৃদয় কাঁপে,
বুল করেছি মাফ করে দাও
হৃদয় তোমার নামটি যপে।