পাখি তোমার নাম কি বলো
কোথায় তোমার বাসা,
কোথায় তোমার বাচ্চা গুলো
রং বে রঙ্গে ঠাঁসা।
কোথায় তুমি হাসো, নাচো
কোথায় তুমি গাও,
কোন দেশেতে স্বপ্ন আঁক
কোথায় তোমার গাঁও।
যাবে তুমি আমায় নিয়ে
তোমার সোনার দেশে,
তোমার ছোট বাচ্চা গুলো
দেখবো হেসে হেসে।
মন্ডা মিঠাই নিয়ে যাব
আরও কত কি!
চাইলে তোমায় আরও দেবো
মিষ্টি স্বাদের ঘি।
হাসবো আমি, নাচবো গেয়ে
সোনামনির সাথে,
সবাই মিলে ঘুম পাড়াবো
চাঁদনী ধোয়া রাতে।