কত খানি দুঃখ পেলে
চরমপন্থি ভালোবাসা হেরে যায়,
আমি ততোটা দুঃখ থিতু করে
রথের মেলায় ফানুসে উড়িয়েছি,
পিছে যদি ভুল করে প্রেমে পড়ে যাও।
কত টা গোলাপ শুকিয়ে গেলে
প্রেমিকের হাতে জোটে নিকোটিন শলা,
আমি ততো টা গোলাপ
তোমার ওষ্ঠ্য কিনারে ফোটাতে চেয়েছি,
পিছে যদি ভুল করে প্রেমে পড়ে যাও।
কত টা রজনী একা একা কাটালে
অমাবস্যা চাঁদের নিগুঢ় প্রণয় নিখুঁত পরিমেয় হয়,
আমি ততো টা রজনী
তোমার একাগ্র প্রতিক্ষীয়া থেকেছি,
পিছে যদি ভুল করে প্রেমে পড়ে যাও।
কতোটা পথ পদতলে মাঁড়ালে
ঘরকুনো হয় প্রকৃষ্ট ব্রহ্মচারী,
আমি ততোটা পথ
তোমার পথের সমান্তরালে মিলিয়ে নিয়েছি,
পিছে যদি ভুল করে প্রেমে পড়ে যাও।
কত টা শব্দ একত্রে সাজালে
শব্দ ডালা হয় মহাকাব্যের পারা,
আমি ততো টা প্রণয়ী সুর
তোমার কর্ণকূহরে বিশুদ্ধ স্খলন করেছি,
পিছে যদি ভুল করে প্রেমে পড়ে যাও।