ভালো লাগে না এত রং চং
মনে হয় সাদা কালো ,
এত কোলাহল কোন লাভ নেই
নির্জন পথে চলো।
ভালো লাগে না অতি রঞ্জিত ছিনেমা পর্দা
ভালো লাগে শুধু গিন্নির নিঃ শব্দে চাওয়াটা,
এভাবে বললেই বলে
দাদা কি বিবাহিত।
আমি নির্বাক বলি ভালো আছেন তো ?
না কি জানি বললেন আপনি
ও আমি বললাম,
ভাল লাগে নেসলে
ভালোলাগে ফেসবুক,
মুটো ভরা কার্ড
আর লাভ বার্ড,
ভালো লাগে আরো তিন জন
শাহরুখ জেমস আর তাহসান।
এভাবে বললেই বলে
দাদা কি বেচেলর,
আমি নির্বাক বলি বাংলায় আজ কত তারিখ।
কি জানি বললেন আপনি।
ও আমি বললাম,
ভালো লাগে না এত অভিমান
অকাজের হিসেব এত রুপ চর্চা কোলাহোল আড্ডা,
ভালো লাগে না প্রিয়ংবদার মুখে পরে কথা টি শুনতে,
ভালো লাগে শুধু গভির রাত
ম্রিদু কন্ঠে ফিশির ফিশির ডাক।
এভাবে বললেই বলে
দাদা কি বিবাহিত।
আমি নির্বাক বলি
পাগল কি গাছে ধরে?
কি জানি বললেন আপনি,
ও আমি বললাম,
ভালো লাগে গান,
ভালো লাগে কবিতা,
ভালো লাগে কাব্য
আর তার ছবিটা
ভালো লাগে শুধু
এলোকেশির মুখে
'জান' কথা টি শুনতে,
জোস্না রাত পাশেতে সে
অপলকে সপ্ন বুনতে,
এভাবে বললেই বলে
দাদা কি বেচেলর।
আমি নির্বাক বলি আপনার নাম টা কি?
কি জানি বললেন আপনি,
ও আমি বললাম
দাদা আপনার কি ভালো লাগে ,
গোলাপ নাকি ধুতরা,
বসন্ত নাকি বরষা
কাব্য নাকি পত্রিকা,
শালী নাকি বৌদি টা।
এভাবে বলললেই বলে
দাদা কি কবিতা লিখেন।
আমি নির্বাক বলি আপনার
জন্ম তারিখ কত ?
না কি জানি বললেন আপনি।
ও আমি বললাম
দাদা আপনার কি,
ব্রিসচিক নাকি অন্য কিছু,
মন নাকি মস্তিস্ক,
আবেগ নাকি বিবেগ,
সুখ নাকি সান্তনা।
এভাবে বললেই বলে
দাদা কি জ্যতিসি ?
আমি নির্বাক বলি ,
বলি আপনি কি ধর্ম পরায়ন।
না কি জানি বললেন আপনি
ও আমি বললাম,
..................