আমি প্রেমে পরে যাই এই চাঁদের মায়ায়
হারিয়ে খুঁজি তাহার ছায়া,
সন্ধ্যাটা কাটে তাহার ঘোরে
রাতে পাইনা তাহার ছোঁয়া।
কত শীত,কত বসন্ত
কত গ্রীষ্ম ,কত হেমন্ত
ফেলে এসে থমকে দাড়াই
খেয়া পাড়ের কেয়ার বাগানে।।
ফুটেনি ফুল একটিও
বিষণ্ণতায় ফিরবার পালা
বাগান থেকে কে যেন ডাকে
নিয়ে যাও দু'একটা লতা।।
পিছন ফিরে থমকে দাড়াই
কেউ তো নেই বাগান দ্বারে
নিজের মনের ভ্রম ভেবে
ফিরে চলি আপন দ্বারে।।
বেদনারা পাশে শুয়ে ব্যথিত কন্ঠে
আত্মার অস্তিত্বে বিশ্বাস হারিয়ে
দু'ফোটা অশ্রু দেখেছিল আমার চোখে।।