রুপন্তির সাথে দেখা হয়না বহুকাল
সেই কবে শেষ দেখা তাও ভুলে গেছি আমি
কোন এক কুয়াশা মাখা ভোরে
হাটু কাঁপানো শীতের তাহার সাথে দেখা
কথা  হয়নি তেমন কিছুই
শুধু কেমন আছি জানতে চেয়েছিলো
উত্তরে আমি কিছুই বলিনি
শুধু অপলক দৃষ্টিতে দেখেছি তাহাকে
যেভাবে চিল শিকারের দিকে তাকিয়ে থাকে
ঠিক সেই দৃষ্টিতে
পলক ও ফেলিনি যদি হারিয়ে যায় এই ভেবে।

এখন খুব জানতে ইচ্ছে করে
কপালের টিপ কি পর ঠিক আগেরই মত
নাকি টিপের বদলে লাল সিঁদুর?

এখনো খুব জানতে ইচ্ছে
আমার মোটিয়ে যাওয়া নিয়ে ভাবো কি তুমি?


এলোমেলো চুলে তোমার সামনে দাঁড়ালে বকা দিবে কি?
নাকি চুল গুলো খুব যত্ন করে ঠিক করে দিবে,
বড় জানতে ইচ্ছে করে রুপন্তি।

খুব জানতে ইচ্ছে করে
কাচের চুড়ি পরতে গেলে দুই-একটা কি
এখনো ভাংচুর কর নাকি পরাই ভুলে গেছ?

গলির মোড়ে দাঁড়িয়ে সিগারেট খেতাম আমি,
তুমি দেখে সিগারেটটি নিয়ে পায়ে পিশিয়ে
রাগান্বিত হয়ে হনহন করে হেঁটে চলে যেতে।

যদি দেখা হয়ে যায় সেই গলির মোড়ে
তুমি কি সেই ভালোবাসা ফিরিয়ে দিবে মোরে।।

ভালো থেকো রুপন্তি।।