অস্তিত্ব সংকটে আছি
যেমন সংকটে আছে সুন্দরবনের বাঘ,
আমাজানের অধিবাসীগণ,জীব-প্রান,
ভয়াল মানব আগ্রাসনে তাদের এই অকাল প্রান।
অস্তিত্ব সংকটে আছি
যেমন চলছে আমার কবিতা লিখা
মনের ভিতর নেই শূন্যতা
নেই চাপা কষ্ট, নেই তার কোন ভাষা।
অস্তিত্ব সংকটে আছি
যেমন আছে সামুদ্রিক জলজ-প্রান,
কচ্ছপ, তিমি , হাঙ্গর
প্লাস্টিকের ভয়াল থাবায় বিনষ্ট হচ্ছে প্রবাল
প্রান দিচ্ছে প্রান মানব জাতি মহান।
অস্তিত্ব সংকটে আছি
যেমন আছে সাধারন জনগন,
নেই তাদের মতের প্রকাশ
নেই তাদের খুদার ভাত
নেই তাদের ভোটের অধিকার
ভিন্নমত মরে যাক।
অস্তিত্ব সংকটে আছি
যেন ঝড়ে গেছে সব দেশপ্রেম স্বাধীনে
এই দুর্দিনে নেই কোন কাণ্ডারি
সবই চেটেপুটে খাচ্ছে হাতির দল
বরই অস্তিত্ব সংকটে আছি ।