আমি চক্ষু মেলিয়া দেখি হতাশায় ডুবি
এই অবেলায় মন ব্যথাতুর সান্নিধ্য
খুঁজে পায়না কোন পাহাড়ি রুপকন্যা
এই চক্ষু জ্বলে যায় পবনে।
তুমি রুপকন্যা ফিরে আসো
পাহাড়ি কোন ঝরনার ঝিরিপথে
আমি মুগ্ধ হয়ে শুনব তোমার পায়ের ছলাকলা,
জলকনা হবে মণি মুক্তা তুলবো আমি মুঠু ভরে।
পাহাড়ি কোন সাঁজে অবাক হব না দেখে
যদি প্রেমে পড়ে যাই আবিরে রাঙাব তোমাকে,
বড় অবেলায় দেখা হয়ে যায় যদি ঝিরিপথে
তুমি ফিরাবেনা এই অধম আদমকে ।।