ঝড় ঝড় নিঝুম নিরালা-
নিশিতে
বলতো সখা কেন ডাকে
ঝিঝিরা বাঁশ বাগানে?

রুপেতে তোমার হাসিতেছে চাঁদ
জোনাকি তো-
কিছুই নয় সখি, প্রেমময় স্পর্শ তোমার
করিছে ধরনী উপলব্ধি।

আমিতো সখি ধরনীর জীব
তোমারে পেয়ে হইব সজীব।
তোমার বুকেতে মুখ লুকিয়ে
কাটাবো এই চাঁদনী রজনী।

বুক ধরপর করে সখা
যদি আসে ঝড় এই বাঁশ বাগানে
কি করিব সখা
হাড়িয়ে যাব কোন গহিনে?

এই চাঁদ মুখ লুকায় মেঘের আড়ালে
তুমি আমি আজ মিলে একাকার হইবো
এই বাঁশ বাগানে।