নির্ঘুম রাত,
বসে আছি আমি একা
ঐ চাঁদ,
আলো দিয়ে যায় একা একা।
নির্ঘুম রাত তারাদের আনাগোনা
বাতাস,
দিয়ে যায় হিমেল ছোঁয়া।
জোনাকী,
দিয়ে যায় মিটি মিটি আলো
পাখি,
ডেকে যায় একা একা
ফুল,
কেড়ে নেয় মনের ব্যাকুলতা।
কবি মন,
সে তো উদাসীন
নির্ঘুম রাত,
জেগে থাকি আমি একা
হেসে হেসে,
কুটি হয় তারাদের দল
চাঁদের আলোতে
লুটোপুটি খায় শহরের দালানগুলি
ঝিঝিরা,
ডেকে হয় দিশেহারা।
দিন শেষে ক্লান্ত আমি
শুধু ভাবি তোমার কথা।