প্রতিদিন ই দেখি আমি তাদের
কত অযত্নে আর অবহেলায়
ধুলো মাখা গায়ে কোথাও বসে
কোথাও দাঁড়িয়ে, কোথাও শুয়ে,
বড় অযত্নে অবহেলায় তাদের জীবন
যে জীবনের কোন মূল্য নেই
-----------তাদের কাছে ।
যে জীবনের কোন উচ্চাভিলাষ নেই
নেই কোন লোভ লালসা
তারা নয় সভ্য আমাদের মত
গায়ে ধুলা মাখা ময়লা জামা।
পদতলে তাদের বসবাস-ফুটপাতে
কোন উঁচু ইমারতের পাদ দেশে
পার্কের কোন এক ব্যাঞ্চে
কিংবা ফুট ওভার ব্রিজ এর নিচে
অথবা তার উপরে বসবাস।
তাদের অক্ষি দিগকের দিকে তাকালে
বুজা যায় কি নির্মম দুটি সত্যি অক্ষি
যে অক্ষিতে নেই কোন হারানোর ভয়
আছে শুধু আজন্ম খুদা।
বড় অযত্নে অবহেলায় তাদের জীবন
সভ্যরা নেই খুদাতুর মানুষদের পাশে।