বৌঠান ,আমি এখন ভীষণ ক্লান্ত
নড়েচড়ে না আমার কলম খাতা,
বৌঠান ,আমার এখন স্মৃতি ভ্রম হয়
বুকে ভীষণ ব্যথা।
বৌঠান ,শব্দগুলো খেলা করে নাড়াদেয় নিউরনে
চোখে প্রায়ই ঝাপসা দেখি,এই অল্প বয়সে।
বৌঠান ,এখন আমি একলা চলি
ঘুরিফিরি অচেনা পথে
কবিতারা মোরে পাহারা দেয়
শব্দেরা জাল বুনে।
বৌঠান ,বাগানে আজ রাশি রাশি গোলাপ
বকুলতলা ফাঁকা
দোলনাটা আজ দোলেই যাচ্ছে
দক্ষিণা হাওয়ার মেলা।
বৌঠান ,দোতলার করিডোরে অযত্নে তোমার ভালোবাসা
দৃষ্টি ফিরিয়ে নেই,এ যেন শূন্য কবিতার খাতা!
বৌঠান ,কবিতারা এখন ভীষণ রেগে
শব্দেরা করে ছলাকলা
তুমি থাকলে বুজিয়ে দিতে
বাড়াবাড়ি করতোনা এবেলা ওবেলা।
বৌঠান ,কলম হাতে তাকিয়ে থাকি
শূন্য খাতার দিকে
ভাবি আমি,তুমি আসবে
খিলখিলিয়ে শব্দের মেলা নিয়ে।
রচনাকাল-০৪/০২/২০২০
ঢাকা , বাংলাদেশ