অনেক রাত-
সবখানে স্তব্ধতার শাসন,
পৃথিবী ঘুমচ্ছে ক্লান্তির বালিশে।
হয়ত তুমিও গভীর ঘুমে স্বপ্ন দেখছ
মনের মাধুর্যে আঁকা কোন এক রাজপুত্র কে নিয়ে।
তোমার ঠোঁটের কোনায়
মৃদু হাসিটা কেউ লক্ষ্য করছে না,
হয়ত তোমারই অজান্তে গালের বা-পাশে,
ফুটে আছে একটা লাল টোল।
তোমার পাহাড়ি কালো চুলে,
হয়ত বসে আছে এক আলোর পাখি।
তোমার কপালে
কোন এক প্রজাপতির আনকোরা ডানার ছাপ।
কোমল দুটি হাতের ডগায়-
রঙিন নখের নেইলপলিশের দাগ
হয়ত যত্ন করে কুরে খাচ্ছে এক সুদর্শন তেলাপোকা।
প্রশান্তির নীল ছাপ মাখা দু-চোখের পাপড়ি তে।
আমার চোখ দুটো তে আগ্নেয়গিরির লাভা-
জল রঙে আঁকছি শূন্যতার আলপনা-
যন্ত্রণার নদী বইছে অবিরত।
আমার যত হাহাকার
তোমাকে স্পর্শ করার আগেই
মিলিয়ে যাচ্ছে নিশ্চুপ আঁধারের বুকে।
তোমার রাত গুলো ভীষণ একরোখা আর গতিময়,
আর আমার টা!
অলিক ভাবনার এক ভাল থাকার অভিনয়।