আমরা যত ছাপোষা আর চুনো পুঁটির দল,
চেয়ার ভয়ে শুকায় পিলে কলিজা হারায় বল।
চোখ দেখিয়ে আদার ব্যাপারি জাহাজ নিয়েছে কিনে,
পূজিছে তারে গাধার দলে- তেলিছে জ্ঞানহীনে।
নিতেছে কতক নিতম্ব ঘ্রাণ ভনভনিয়ে গদিখানি,
কতক চাটিছে পাদুকা যুগল কতক ঢালিছে পদে পানি।
তুমি মহাজন চেয়ার ধরে করছো কতই লাফালাফি,
পিছে ভাঙ্গো মোর ঘরের দেয়াল, সামনে বড়ই আলাপী।
এসো হে দানব মুখোশ খুলে লড়বে তুমি যদি,
জমবে লড়াই সমান সমান ছাড়বে যখন গদি।