তুমি সদ্য শিশুর জোর গলাতে চিৎকারের এক আর্তনাদ,
তুমি তিমির গগনে মেঘের আড়ে ঢেকে থাকা এক চাঁদ।
তুমি নর্দামার নীল জলের তলে ডুবে থাকা এক পদ্মকুঁড়ি,
তুমি বেড়ার ওপার সূর্যালোকে জন্মানো ফুল প্রান্তর জুড়ি।
তুমি কঠিন মাটির অন্তরালে লুকিয়ে থাকা শস্যডালি,
তুমি পত্রঝরা বৃক্ষশাখে প্রতিক্ষার সেই পুষ্পকলি।
তুমি অগ্নিঝরা মার্চের বুকে রক্ত রাঙানো নিশান,
তুমি যুগান্তরের মহাপ্রলয়, শাসন-শোষণের অবসান।
তুমি শত বছরের শত সংগ্রামী, ত্রিশ লক্ষ শহীদের নাম,
তুমি একুশের বাঁকে রফিকের বুকে, ঝাঁঝালো মিছিলে বুলেটের দাম।
তুমি অসীম সিন্ধুর উত্তাল ঢেউ, কালবৈশাখী'র প্রলয়,
তুমি ইন্ধন সর্ব মুক্তিসেনার, সৃষ্টি-তে নব কিশলয়।
তুমি একাত্তর এর রক্ত পিদিম, শত্রু হননের দল,
আমার দেশের স্বাধীনতা তুমি, সবুজের বুকে লাল।