যেথা যায় সেথা দেখি শুধুই শূন্যতা
জীবন পাণ্ডুলিপি পেল না পূর্ণতা।
নির্মম পরিহাসে ভাগ্য টা দুলছে
চির শান্তির দ্বার আজও নাহি খুলছে।

ডানে বায়ে কোনখানে কেউ নেই পাশে
এই বুঝি ঝরে যাব পাখা মেলে বাতাসে।
মহাপ্রলয়ে আমার হারিয়েছে সব
নিজের বলতে আছে শুধুই অবয়ব।

দগ্ধ বালু পরে চলতে এই মরু পরে
এক ফোঁটা সলিল আমি খুঁজেছি প্রাণ ভরে।
ধূ-ধূ এই মরু পরে পাই না আমি তারে
এই বুঝি যম দূত নিয়ে যাবে মোরে।

আমি যবে যাব চলে এই ধরা ছেড়ে
নাম খানি ভুলে যাস শত নাম ভিড়ে।
তোর দেবলোকে কভু ডাকিস না আমাকে
আমি নেই, চলে গেছি বলিস বুনো ফুলকে।

বলাকার সারি হয়ে মিশে নীল আকাশে
ভেসে রব মেঘ পানে, ডাকবো না তোরে পাশে।
পাবি আমায় ঐ দূরে নির্জন বনেতে
উঁচু ঢিবিটার কাছে জোনাকির আলোতে।

ঝি ঝি পোকার উৎসব মোর চারিধারে
পড়ে রব একাকী নিশ্চল আঁধারে।
ভুলে যাস সব ব্যথা দিয়েছিনু ক্ষণ কালে
ক্ষমা করে দিস আমায় ক্রোধ সব ভুলে।

ভাঙে যদি ঘুম তোর কোন মহানিশায়
থাকিস না জেগে তুই জোনাকির আশায়।
জ্বলবে না কভু আর তার আলো ধরাতে
স্মৃতি ভুলে উল্লাসে থাকিস সুখ পরশে।