মেটাল রোডে দাঁড়ানো সাঈদের প্রসারিত দুই হাত
ঠিক যেন যিশুর ক্রুসিফিকশান এর মুহুর্ত।
তীর্যক আঙুল যেন বিদ্ধ করতে চায় শকুনের কলিজা-
সাহসী দৃষ্টি তার কাপুরুষের বারুদ-ঠাসা লৌহ তুলিতে,
প্রসারিত মানব ক্যানভাসে যার হিংস্র আঁচড় লাগতেই
মুহুর্তে অঙ্কিত হয় এক টকটকে লাল সূর্য।
কি দারুণ তেজ তার! যেন পুড়ে যাবে সব অনিয়ম,
গলে যাবে শত যুগ সঞ্চিত ব্যথার গ্লেসিয়ার,
অথবা, সে তাপে শুকাবে ব্যথিতের চোখের নীর।
দুর্বল বৃক্ষশিশু দুর্যোগ সামলে হবে পরিণত,
যার ঝড়ে উড়ে যাবে যত বৈষম্য-খড়কুটোর মত।
হে যুবক তোমায় শত কোটি সালাম,
ইতিহাসে লেখা হয় তোমাদেরই নাম।