হে নবীনেরা ! এসো হালখাতা করি,
প্রলোভন ছেড়ে মোরা, সমাজ টা গড়ি।
হাতে হাত রেখে মোরা, রুখে দিই ভয়
গড়বো এ দেশ মোরা, নিয়ে দৃঢ় প্রত্যয়।
আজ মোরা সচেতন, নয় কেহ অজ্ঞান
রক্ত দিয়ে লিখে যাব, তারুণ্যের জয়গান।
নয় মোরা দাস কারো, নেই কোন সংশয়
বন্ধুর পথে কভু, নয় মোরা অসহায়।
মৈত্রির বন্ধনে জীবনকে ঝুলিয়ে
করবো না আপস কভু, অন্যায় মিলিয়ে।
জীর্ণতা ছেড়ে এসো, নতুন কে গড়ি
সংকীর্ণতা ঝেড়ে ফেলে, "হালখাতা" করি।
তরুণেরা এসো মিলি, একই ঠিকানায়
এক রশির গেরো হয়ে এক সুরে গায়,
"আর নয় জেনোসাইট, নয় কোন হরতাল
শান্তির নিশান আজি, ওড়াবো তরুণ-দল"।