বাঁধা হীন ছুটে চলা তারুণ্যের টাটুঘোড়া
সত্যি আজ ক্লান্ত বড়।
একমুঠো প্রশান্তির খোঁজে
মুখ থুবড়ে বিছানায় জড়োষড়।
ক্রমাগত নিঃশ্বাসে তপ্ত বালিশে র কভার
পলকেই পাথার হয় লোচনের লোনা জলে।
তনু-তলে তমসার তন্দ্রা-তানে
কালি মাখা স্বপ্নেরা ছুটে পাখা মেলে।
অতঃপর চ্ছেদ পড়ে জীবনের নক্সীকাথায়
নিরংশু'র ক্রাচে আমি দাঁড়িয়ে যায়
মহাকালের প্রস্থান-আঁকা হিমালয়ের মুখোমুখি।
অব্যক্ত কথাকলি'র বুক জুড়ে আঁকিবুঁকি।
চোখ বেয়ে নেমে যায় ক্রন্দন,
ধূসর হয় আমারি ব্যথিত বদন।
ব্যথা আকাশে কালমেঘ চিরে দেয় বজ্রপাত,
ব্যথা-সব সয়ে যায় দাঁতে চেপে দাঁত।
জীবনের স্মৃতি সব প্রতিফলিত ভাঁটার সৈকতে,
এক-পা দু-পা করে তলিয়ে যাচ্ছি তাতে।
ধুলো জমেছে কাগজের গোলাপটিতে,
তার কথা, তার হাসি আর চঞ্চল চাহনি আজও মিশে তাতে।