এই শহরের রঙ্গমঞ্চের আমি যেন এক জীর্ণ দেয়াল
একে একে ভেঙে গেছে নির্ভরতার সবকটি পিলার,
নড়বড়ে অবয়বে ঠাই দাঁড়িয়ে আছি ভারসাম্যহীন,
শরীর থেকে মুছে যাচ্ছে বিজ্ঞাপনের সব রঙ,
ক্রমেই ক্ষয়ে যাচ্ছে শতবর্ষী প্লাস্টার।
উলঙ্গ পাগলের বেশে হচ্ছি পথিকের খোরাক,
আমাকে ঢাল বানিয়ে তৃপ্তির হাই তোলে
সারিবদ্ধ পুরুষের দল,
উলঙ্গ দাঁড়িয়ে আমি বিজ্ঞাপনের দেয়াল।