বিদায়ের কথা যদিও শুনেছি বহু বার
ভাবি নি কভু সেটা কতটা বর্বর,
জীবনের খেয়া মোর আজ ডুবুডুবু
অথৈ সাগরে যেন খায় হাবুডুবু।
অন্তিম কালে এসে বড় মনে পড়ে
কত খেলা শেষ হবে এই ধরা পরে,
নাম ধরে কভু মোরে ডাকবে না কেউ
ভুলবে দুদিন পরে অতি আপন সেও।
কল্পনার স্রোতে ভাসে সেই দিনগুলি
হাসি-উল্লাসে মাখা পুষ্প-কানন-কলি,
বন্ধুরা মিলে মিশে কত হেসে-রোষে
এঁকেছি সুখের ছবি মিলে সবে হরষে।
বিকেলে র মেঠো পথে আবছা আলোতে
হারিয়েছি নিজেকে গল্পের ভেলা তে,
দেখেছি কত না স্বপন দু দিনের জীবনে
মিলেছে সবি আজ সরিতের উজানে।
টুকরো টুকরো স্মৃতি পড়ে রবে বালুচরে
পায়োধির বীচি এসে মুছে দেবে তারে,
মিটবে সকল লেঠা তমসার ঘোরে
শকুন্ত আসবে ফিরে তার স্বীয় নীড়ে।
জাগবে অংশুমালী অবসাদ শেষে
স্মরিবেনা কেউ মোরে ক্ষুদ্র এ দেশে,
এ সমাজ, এই দেশ- সবকিছু পড়ে রবে
শুধু এই কালো মুখ থাকবেনা আর ভবে।
প্রতিক্ষার পালকি তে তমসার কাল
যেতে হবে ভিন দেশে ছেড়ে ইন্দ্রজাল।