আমার কাছে 'তুমি' মানে
মিষ্টি একটা সকাল,
তুমি আমার বংশী হলে
আমি তোমার রাখাল ।
আমার চোখে তুমি যেন
এক পশলা বৃষ্টি,
তোমার বুকের গন্ধে আঁকা
সপ্ত রং- এর সৃষ্টি ।
আমার কাছে তুমি যেন
জোনাক জ্বলা নিশি,
তুমি মানে একলা নভে:
আঁধার বিদারী শশী ।
আমার বুকের পুলক তুমি
সুখের নদে ঢেউ,
তুমি ছাড়া শূন্য লাগে
নেইকো দেখার কেউ ।
আমার কাছে তুমি মানে
না বলা কথার ঝুলি,
আমি যেন এক নির্বাক ছবি
তুমি সেথা রং-তুলি ।
আমার কাছে তুমি মানে
ভোলা যাবে না কিছুতে,
তুমি মানে গোধূলির রং
অর্ক তোমার পিছু তে ।
তুমি মানে বৃষ্টিতে ভেজা
শ্রাবণ মেঘের ক্ষন,
তোমার ছোঁয়ায় মনের কোণে
বইছে সুখের বীণ ।
তুমি মানে কাগজের ফুল
ধ্রুব মুখের হাসি,
তুমি মানে বাতুল হয়ে
বলতে চাওয়া "ভালবাসি" ।