আমার দুঃসহ ব্যর্থতা,
অবসাদে ঘেরা মানসিক সংঘাত,
দুর্বিষহ বিষাদের দিন-রাত,
উদাসীন ক্ষণে বয়ে যাওয়া সমীরণ,
দুশ্চিন্তার অমোঘ আস্ফালন,
এই সব, এই সবই আমার শহর ঘিরে।
সংকীর্ণ এ ফুটপাত, কংক্রিট,
ভরা জনতার মাঝে আমি misfit,
ওভারব্রিজ আর সারি সারি ল্যাম্পপোস্ট,
সন্ধ্যেবেলার চায়ে গলে যাওয়া টোস্ট,
মধ্যরাতে হয়ে উঠা নিশাচর,
একাকিত্বের মাঝে কবিতার ঝড়।
এসব নিয়েই আমার এ আয়োজন,
শহুরে কথক কবিতায় নির্জন।
রাইদা, দেওয়ান, আলিফ, তুরাগ বাস,
ভরা জনতায় আমি subconscious.
দ্রুতপদে ফের করে ফেলা রোড ক্রস,
একে একে নামে জীবনের যত ধ্বস।
নগরের মাঝে ব্যস্ত এ জনস্রোত,
স্রোতে ভাসমান আমি এক নির্বোধ।
দুঃসহ অবসাদে স্বপ্নেরা তবু করে তাড়া,
আমিও তাদের দলে বারবার হেরে যায় যারা।
এ নগর আমার, আমি অযোগ্য নাগরিক,
সংকীর্ণ বীভৎসতায় বিষণ্ণ যান্ত্রিক।
তবু ফিরে আসি এ নগরীর মাঝে গোড়ের ময়দানে,
যেথায় কোথাও ডাক পড়েনি আমার সন্ধানে।
খুঁজতে গিয়ে গড়ের মাঠ আজ পেলাম বিষম গোড়,
দৈন্য বেশে ফিরছি হেথায়
রুদ্ধ সকল দোর।