তুমি আমায় ঘৃণা কর- সে ভয় আমার নেই,
আমার শুধু একটাই ভয়- যদি ভুলো আমাকেই।
ক্যালেন্ডারের পাতাগুলো থেকে দিনগুলো ঝরে যায়,
আমিও ক্রমশ ঝরে পড়ি হায় সহস্র কবিতায়।
পুরনো দিনের কবিতার মাঝে আরশোলা করে ভোজ,
ভুলে গেছি হায় তাদের আবেগ, নেইনি যে আর খোঁজ।
আমিও হয়ত তোমার হৃদয়ে তাই হয়ে আছি আজ,
ধুলোবালি জমে আমার সমীপে, নেই আর সেই তাজ।
ভালোবাসা- সে তো ক্ষয়েছে কবেই, ঘৃণাও হয়েছে শেষ?
কেউ নই আমি মনোসরণিতে, ভুলে যাওয়া পরিবেশ।
ঘৃণিত চোখেই দেখো আমায় নাহয় আরেকবার,
তবু তোমার হৃদয়ে ঠাই যেন থাকে এই আহত আমার।
সুপথ হইতে বিপথে গেলেও তবু থেকে যায় রথ,
যাত্রা তাহার থেমে যাবে যদি তুমি নাহি চল পথ।
আমাকেই যদি ভুলে যাও তবে যাত্রা যে হবে শেষ,
তার থেকে ভালো গড়ে তুলো তুমি যাবতীয় বিদ্বেষ।
তথাপি তোমার হৃদয়ে তো রবে সামান্য স্থান,
বিস্মৃতি ঘেরা অবহেলা এলে হবে তারও অবসান।
জীবন তো প্রায় শেষের পথে, আর কত অনাদর
সয়ে যেতে হবে ক্ষণিকের ভবে? ক্ষয়ে যায় অবসর।
মুছে যায় মোর হৃদয়ের যত হরষের আবেদন,
সংশয় আজ জয়জয়কার, ভয় করে নিপীড়ন।
আমার জীবনে জঞ্জাল ছাড়া আর তো কিছুই নেই,
ঘৃণা যদি কর- তাও ভালো ছিল, ভুলে গেছো আমাকেই?