কেউ কারো নয় মহাশয়।
চারিপাশে শুধু নৃশংস শূন্যতা,
তার চূড়ান্ত আশ্বাসে আজ এত দূর এত পথ
এত জনারণ্যের স্রোত ভেদ করে নির্জনে ম্রিয়মাণ।
চোখে বিষণ্ণতার গান,
বুকে অতৃপ্ত নিঃশ্বাস আর দগ্ধ অবিশ্বাস
একে অপরের জুটি হয়ে বাঁধে আমার দীর্ঘশ্বাস।
তবু বিষাক্ত জানালায়
আমি বেশ নিষ্প্রাণে চাই।
দেখি বিষণ্ণতার আগ্রাসনে সবকিছু যেন ছাই।
ইট থেকে কংক্রিট,
আর যত পার্ক স্ট্রিট,
সবদিকে শুধু কর্পোরেটের স্বার্থান্বেষী চাপ।
বুকে কত শত অনুতাপ, জাগে কত সংশয় পাপ।
আমি সবকিছু ফেলে ছুটি অবহেলে।
হৃদয়ে মরূদ্যান আর শূন্যতায় স্থান,
ভরা বিষাদের হতাশার মাঝে এই তো অবস্থান।
জানি কেউ আর কারো নয়,
মহাশয়, এই তুচ্ছ অবনী ধ্বংসলীলার ধ্বংস যজ্ঞে
এমনি পড়িয়া রয়।
সব অলিখিত অভিনয়, তাই জীবনানন্দ কয়-
"সবাই চলিয়া যায়- সকলের যেতে হয় বলে।"
অবসাদে মরে সব,
ঈর্ষায় পড়ে ভালোবাসা মরে গড়ে হৃদয়ের শব।
প্রতিযোগিতার প্রাচুর্যে শুধু পরাজয়ই প্রকট,
তাই জীবনের সংকট, শুধু মরণ সন্নিকট।
স্বপ্নের লাশে দূষিত গন্ধ বাতাসে ছড়ায় আজ।
ভেঙে যায় সব তাজ, যত অভিলাষী প্রিয় সাজ
আজ ধ্বংসাবশেষ হয়ে শুধু এই ডায়েরিতে পড়ে রয়।
আমি দু'হাতে পেয়েছি শূন্যতা শুধু, শূন্যতার হোক জয়।