*মিত্র আমার আশীবেশী*
মোস্তফা তৌহিদ হাসান (তুষার)
গোবর বাবু চেঁচিয়ে বলে,নিতে আসবি না পাঙ্গা,
থাকতে দেবোনা সুখে তোদের বাঁধাবোই দাঙ্গা।
একদিনের আবর্জনাতেই ভেসে যাবি পুঁচকে দেশ,
জনসম্মুখে মলমূত্র ত্যাগ করি আমরা স্বানন্দে বেশ।
ষড়যন্ত্রের জাল বুনে চলেছি দিল্লীর কূটকৌশলে,
সংখ্যালঘু নিপীড়নের এক মিথ্যে গুজবের আড়ালে।
খিস্তি মেরে খিল্লি করি দেবোনা তোদের ভিসা,
না খেতে পেয়ে শেষে সম্বিত ফিরে,পায়না খুঁজে দিশা।
হুঙ্কার ছাড়ি বাঘের মত,বাস্তবে ভুখা শেয়াল,
দুনিয়া বিচ্ছিন্ন হয়ে পড়েছি আজ,সবখানেই বেসামাল।
মারণঘাতী মহামারীতে পৃথিবীবাসীর আস্থা টিকায়,
আমরা তখন সমাধান খুঁজেছি গো মূত্রের ধারায়।
উদ্ভট যত ক্রিয়াকর্মে আমরা বিশ্বে অদ্বিতীয়,
তাই তো বলি গর্বের সাথে আমরা ভারতীয়।
বাংলাদেশকে বলি ভিখারির দেশ,ভারত বিনে অচল।
সে বাংলাদেশেরই দয়া দাক্ষিণ্যে কার্যত আছি সচল।