তুমি ফিরে এসো,
তুমি ফেরার সময় এক বাক্স কবিতা নিয়ে এসো...
নিয়ে এসো ফের নীল আকাশ ঘেরা এক উদ্যাম মাঠে বসে আনমনে ভাববার মতোন অজস্র সময়...
তুমি ফেরার সময় এক শিশি রোদ্দুর নিয়ে এসো...
নিয়ে এসো সদ্য ফোটা পলাশের এক নব উদ্দীপ্ত অংকুরিত তেজ!
তুমি ফেরার সময় এক দুরন্ত শৈশব নিয়ে এসো..
নিয়ে এসো ডাংগুলি, গোল্লাছুট আর ক্যারাম-গুটির সেট...
তুমি ফেরার সময় একটা দীর্ঘ কথোপকথন নিয়ে এসো..
নিয়ে এসো রাত জাগবার মতোন গল্পের ঢের....
তুমি ফেরার সময় এক কুয়াশাচ্ছন্ন সকাল নিয়ে এসো...
নিয়ে এসো সকালের ঘুম ভাঙানোর মতোন চায়ের কাপের ঝঙ্কার...
তুমি ফেরার সময় এক সমুদ্র ভালোবাসা নিয়ে এসো..
নিয়ে এসো প্রথম দেখা, শেষ স্পর্শ, আর কিছু কথা দিয়েও রাখতে না পারার তীব্র আক্ষেপ!
তুমি ফেরার সময় অসুখ নিয়ে এসো..
নিয়ে এসো গুটি কয়েক জলবসন্ত কিংবা তীব্র জ্বরে কাতরানোর মতোন যন্ত্রণা আর পাশে বসে প্রিয়জনের দেয়া জল-পট্টি..
তুমি ফেরার সময় তোমায় নিয়ে এসো...
নিয়ে এসো প্রথম বন্ধুত্ব, প্রথম প্রেম আর অপরিপক্ক মস্তিষ্কে একসাথে সবসময় থাকবার মতোন সেই কথা দেওয়া তোমাকে...