তুই আরেকটি বার জন্ম নিবি?
বুনো হাঁস আর হিজল ফুলে
এই উঠোনটা ভরিয়ে দিবি?
দোয়েল ডাকা বিকেল বেলায়
আমায় আবার সঙ্গে নিবি?
রাঙা মেঘের ভেলা হবি?
বৈশাখের ঐ মেলা হবি..?
নিঃসঙ্গতার সঙ্গী হবি?
কাকতাড়ুয়ার ভঙ্গী হবি?
তুই কি ফের আরেকটিবার জন্ম নিবি?
পূব আকাশের নীল হবি...?
দশ দিগন্ত ছেয়ে যাওয়া মস্ত বড় বিল হবি?
আষাঢ় মাসে উঠোন জুড়ে
পিছলে পড়া কাঁদা হবি?
জলোচ্ছ্বাসে তলিয়ে যাওয়া,
জল স্রোতের বাঁধা হবি?
মোহন ঘাটের খেয়া হবি?
অক্ষিকোটরের মায়া হবি?
তুই কি আমার এক জীবনে আরেকটি বার জন্ম নিবি?
একূল-ওকূল ছুটে চলা..
পাগলাটে এক ঘোড়া হবি?
প্রতি রাতের রাত জাগা সেই
বিচ্ছিরি এক তারা হবি?
ঘুমের ঘোরে আনমনে
মুখ ফোটা কোনো বুলি হবি?
হাজার রাতের জমে থাকা..
অভিযোগের ঝুলি হবি?
তুই কি কেবল আরেকটিবার
আমার প্রিয় মানুষ হবি?