হঠাৎ আসা নীল খামেতে রোদ মাখানো চিঠি...
বাড়ির পাশের সজল দীঘি পদ্মপাতায় ভরতি..
দুঃসময়ের আঙুল যে আজ সময়ের ফাঁদে বন্দী..
সূর্যস্নান শেষে, যেমন বৃষ্টিরা দেয় উঁকি...
নদী হাসছে, মাঝি হাসছে, বায়ু হাসছে ঐ..
সবুজ ক্ষেতে ঝেঁকে বসেছে রঙেরই বারৈ
হাট বসছে, ঘাট বসেছে..
বসেছে পাঠশালা..
বনের পণ্ডিত, ধূর্ত শেয়াল..
একাই ষোল-আনা.