-ঠিকঠাক আগের মতন আর দেখি না...
কি যেনো নাম তোমার?
অনুরাধা, তাই না?
-যাক নাম টা ঠিকঠাক বলার জন্য ধন্যবাদ,
এতো বছর, আমায় ছেড়ে যে বেচে আছো এই তো অনেক,
-ঠিকঠাক বেঁচে নেই,,,
-ঠিকঠাক বাঁচা আবার কি ? এই তো এখনো হৃৎপিণ্ডের আওয়াজ আমার কানে আসছে....
-হৃদপিণ্ড চললেই মানুষ বাঁচে?
-হুম তাই তো?
-যদি তাই হয়, তবে মুমূর্ষতা বলতে কিছু থাকতো না...
না থাকতো, ভালোবাসা, আবেগ,আর তোমার মতো প্রেমিকা।
-প্রেমিকা? এইটা বেশী বলছো প্রেমিকা ছাড়া মানুষ দিব্যি বাঁচে
-সত্যি?
-হ্যা, আমায় একবার দেখার জন্য একটা ছেলে প্রতিদিন দাঁড়িয়ে থাকে,
আমি কখনোই সায় দিইনি,
তবে কি ও বেঁচে নেই ?