ওরা বলে তোকে ভালোবাসা যাবে না..
বাকি সব ভালোবাসা যাবে...
শুধু তুই-ই বাদ....
যাকে ভালোবাসতে ইচ্ছে করে শুধু তাকেই ভালোবাসা যাবে না...
বাকি গুলো ইচ্ছে হোক অনিচ্ছে হোক সব ভালোবাসা যাবে...
শুধু তুই-ই বাদ....
যার সাথে সারাটি দিন কথা বলে কাটিয়ে দেয়া যায় তার সাথেই কথা বলা যাবে না
বাকি পরিচিত হোক অপরিচিত হোক সবার সাথেই কথা বলা যাবে..
শুধু তুই-ই বাদ
যাকে একবার ছোঁয়ার আসায় বারবার জন্ম নেবার আশা জাগে..
শুধু তারেই ছোঁয়া যাবে না...
বাকি শুভ হোক অশুভ হোক যাকে ইচ্ছে ছোঁয়া যাবে
শুধু তুই-ই বাদ...
এই যে এখন যেমন বৃষ্টিতে ভিজতে খুব ভালো লাগছে এইটুকুই করা যাবে না..
বাকি সব করা যাবে....
এই যে নির্ঘুম রাতটি কাটলো শুধু এতোটুকুই বলা যাবে না...
বাকি সব বলা যাবে.....