আচ্ছা এমন না হইয়া যদি, আমার গল্পের মতোন হইতো? তবে কেমন হইতো?
ও ফিরিয়া তাকাইতো..এই রকম ভ্যাপসা গরমে একলা দাঁড়াইয়া থাকিতে লাগতো না, আমি যে আসিতাম তাহা আগে হইতেই সে জানিতো...একটা মাদুর বিছাইয়া অপেক্ষার প্রহর গুনিতো... এক হাতে তাল পাতার পাখা আরেক হাতে মাটির কলসির এক গ্লাস ঠান্ডা পানি থাকিতো.. বড্ড তৃপ্তি করিয়া খাইতাম...
একটা বিশ্বাস হারাইতাম, বিশ্বাসের বদলে ভালোবাসা কিনিতাম, বাবার বড় সম্মানহানি হইতো..মায়ের আদেশ অপূর্ণই রহিয়া যাইতো...
আচ্ছা বিশ্বাস,সম্মান ,আদেশ এইসবের ঊর্ধ্বেও কি ভালোবাসা গুরুত্ব পায়....?
অথবা, গল্পে যদি সম্মানহানি ঘটে কিংবা আদেশ অমান্য হয় তবে কি বেশীই খারাপ শোনায়..?
আমার কেনো জানি এসব বোধগম্য হয় না
আহা, একটা বিশ্বাসের বিনিময়ে ভালোবাসা
সম্মানের বিনিময়ে ভালোবাসা...
আদেশ অমান্য করিবার বিনিময়ে ভালোবাসা...
এমন অতি দামী বস্তু আমার গায়ে সয় না..
তাই গল্পেই তারে ঠাঁই দিলাম...
আহা গল্প, আহা জীবন...
আহা প্রেম, আহা স্বপন...
আহা সময়, আহা সাধনা...
আহা প্রহর, আহা অপেক্ষা....