শরত আমার এক(১)লা শরত....Shorot
জীবনে এমনি করে কখনও শরত আসে নি... দু'পা ফেলতেই কাশবন, ঘাসফুল, মেঘলা আকাশ, জলসিড়ি.. যা একসময় কেবল কল্পনাতেই ভাসতো। শেষবার শরতকে দেখেছি সংবাদপত্রের প্রথম পাতায় আড়াই ইঞ্চি ছকে রঙিন কালিতে লিখা আজ ১লা শরত, যা দেখে কিছুই ভাবতে পারতাম না.. বুঝতে পারতাম না, শরত আসলে দেখতে কেমন, লাল, নীল, নাকি একদম রংহীন...জীবনের দীর্ঘ সময় আমি কখনও কাশফুল দেখিনি.. মাঝে মাঝে মনে হয় পুনর্জন্মে আছি...পুনর্জন্মে আর যাই হোক না কেনো আমার কাছে এক আকাশ শরত আছে, আছে খোলা প্রান্তর, চোখ জুড়ানো নীল আকাশ... এ জন্মে অতীতের গ্লানি নেই, এ জন্মে ভুল করা কিংবা ভুল ভাঙানোর মতোন সময় নেই.. এ জন্ম শান্ত, স্নিগ্ধ স্রোতের মতোন বহমান...এ জন্মে আছে ভালো থাকা এবং কেবল ভালো রাখার আপ্রাণ চেষ্টা, এ জন্মে দুঃখ নেই, নেই হতাশা, জড়তা, কিংবা জবাবদিহিতার মতোন তুচ্ছ কোন বিষয়।
কবিতাটি ১৫৮ বার পঠিত হয়েছে।
প্রকাশের সময়: ২৫/১০/২০২৩, ০৫:০৪ মি: