তোমারে ওরা সেকেলে বলে রে মায়া..
তুমি যদি ওদের একটু বুঝাইতে পার তা যে মাঝে মাঝে একটু নিচে ও নামতে হয়..
মাঝে মাঝে একটু পিছনে ফিরা তাকাইতে হয়..
চোখ বন্ধ কইরা সামনে বেশী দূর যাওয়া যায় না..
যাইতে গেলে হোঁচট খাইতে হয়..
ওরা তোমায় কালবৈশাখীর ঝড় কয়, যেই ঝড়ে আমার জীবন তছনছ হইয়া গেছে...
তুমিই কও বৈশাখ আসবো আর ঝড় বইবো না তা কি হয়..?
ঝড় না উঠলে আম কুড়ানের সুখ হারাইব এইটা ওদের মাথায় কে ঢুকাইব..?
মায়া তোমারে ওরা অলক্ষ্মী কয়...
তোমার আগমনে নাকি কাল অমঙ্গল হইয়া যায়...
ফকফকা আকাশ মুহূর্তেই নাকি মেঘলা হইয়া যায়..
তুমিই কও মেঘলা হওন কি দোষের কিছু?
মায়া শেষ যেদিন তোমারে দেখছিলাম..
তখন পূবালী বাতাস বইতে ছিলো,আকাশ মেঘলা ছিলো,নদীর জলে বড্ড স্রোত ছিলো..
বিশ্বাস করো,এক মুহূর্তের জন্যেও আমার খারাপ লাগে নাই।
তোমার চলে যাওয়াও আমার ভেতর কোনো হতাশার জন্ম দেয় নাই..
কিছুক্ষণের জন্য মনে হইলো প্রতিমা বিসর্জন দিতে আসছি..
প্রতি বছর নতুন কইরা আবার ফিরবা তুমি....