সম্পর্ক অনেকটা শীতের সকালে আগুন পোহাবার মতোন ব্যাপার, একটা নির্দিষ্ট দূরত্ব থেকেই ভালো লাগে... বেশি কাছে গেলে পুড়ে যাওয়ার আশঙ্কা থাকে... আবার খুব বেশি দূরে গেলে আগুনের তাপ তেমনটা গায়ে লাগে না.. তেমনি সম্পর্কও একটা নির্দিষ্ট দূরত্ব থেকেই সুন্দর... বেশি কাছে আসলে দারুণ মিস আন্ডারস্ট্যান্ডিং হওয়ার চান্স থাকে, মূল্য হারায়.. আবার খুব বেশি দূরে চলে গেলে অচেনা হয়ে যায়....এই দূরত্বের নির্দিষ্ট কোনো মাপকাঠি নেই.. এটি সবার জন্যই একদম ভিন্ন... দূরত্বের একমাত্র পরিমাপক হলো বু্দ্ধিমত্তা কিংবা ম্যাচুরিটি..
কবিতাটি ২৩৫ বার পঠিত হয়েছে।
প্রকাশের সময়: ২২/১০/২০২৩, ০৪:৩৪ মি: