এ জগতের ব্যস্ত শহরের ভীড়ে..
বিকেলের ঐ ক্লান্ত মিছিলে..
কিংবা মনুষত্বের চাদরে,
আমি নিজেকে হারিয়ে ফেলতে চাই
জীবনের এই স্রোতে যে সময়ে যার সাথেই দেখা হয়,
দু-পয়সার চায়ের বিল চুকাবার আমি দিচ্ছি আমি দিচ্ছি যুদ্ধ হয়..এটুকুতেই স্বস্তি.. জন্মান্তরের এই অসীম প্লাবনে কখন কে কোথা দিয়ে হারিয়ে যায় বলা যায় না...
পিছুটান রেখে তো আর পথ চলা যায় না... আগে ভাবতাম যাবে..
মনের ঐ দক্ষিনকোনে টিনের চালের ফুটোর ন্যায় বিকিরিত কিরণের মতো কোথাও না কোথাও রাখা যাবে... কিন্তু ওসব খামখেয়ালী, একপেশে আর বাউন্ডুলে..
আমি আর হরিনের মতো মুখ লুকিয়ে থাকতে চাই না..
হঠাৎ আসা মেঘলা হাওয়ায় নিজেকে আর বিকিয়ে দেই না..
সময় বলছে একটু থামো এবার না হয় সত্য ভাবো...
নিজের চরকায় সুতো বুনে..
নিজের দেহ নিজেই ঢাকো..
কতই আর ধারের আলোয় রং খুজবে..
পরের কথায় নিজের ইচ্ছে কতই আর মিশিয়ে দিবে..
এবার না হয় মেঘ হয়ে ইচ্ছেগুলোর তৃষ্ণা মেটাও..
তোমারো তো ইচ্ছে আছে,এলোকেশী নীল নয়নার