অনু,
ইচ্ছে ছিলো গল্প হবে রোজ..
রঙিন সুতোয় উড়বে ঘুড়ি..
মেঘের সাথে দিবে পাড়ি..
আমার চোখে থাকবে চেয়ে
তোমার কাজলকালো চোখ
অনু,
দেখা হলে হঠাৎ? চিনবে আমায়?
অচেনা দেহের চেনা কন্ঠ সেদিনও কি ছুঁবে তোমায়?
অনু,
প্রথম যেদিন হাসলে?
মনে হলো নতুন করেই ফিরে পেলাম কাউকে...
অনু,
আকাশ কালো হলে
ফিরে এসো এই উঠোনে
শীতল-পাটি বিছিয়ে দিবো
সূর্য প্রখর রোদে ...
অনু,
তুমি চাইলেই গল্পটা আরো দীর্ঘ হতো
মাথার উপর সূর্যটা পশ্চিমে একটু হেলতে পারতো..
তুমি চাইলেই কাঠগোলাপের হলুদ রঙে তোমার চুল রঙিন হতো...
অনু,
বেলাশেষে কে শূন্য কে পূর্ণ হিসেব না হয় বাদই দেই..
এইযে এ বেলায় জমলো আলো..
এই না হয় শেষ বিদেই..