নতুন মানুষ আমার চাইতেও ভালো?
রোজ রাগ ভাঙে আমার মতো?
রাতের পর রাত ফোন কল?
কতক্ষণ হয় কথা?
একটু বলেই ফোন কেটে দেয়??
রোজ সকালে নাড়ে কড়া?
বিকেল বেলার ফুল।
আজও মাথায় গুঁজে দেয়?
গান কবিতা গল্প?
সব পারে?
নতুন মানুষ কবিতা ভালোবাসে?
নীল চুড়িতে নীল শাড়ি ওর ও পছন্দ?
ওর নিশ্চয়ই আমার মতো ভীত নয়
টগবগিয়ে চলে..
যখন যা ইচ্ছে করে?
নতুন মানুষ বৃষ্টি ভালোবাসে?
আমার মতো জোর করে ভিজবার...
ভেজা চুলের গন্ধ নিতে জানে?
জানে পাখিদের আওয়াজ?
ওই তো আসলো বুঝি...দরজা টা খোলো..কিছুই তো শিখলে না
এবার না হয় নতুন মানুষকেই বরণ করো...