কবিতা গুলো উইল করে দিবো ভাবছি। গল্প গুলোকে নিলামে তুলবো। তবে যাকে তাকে উইল করা যাবে না। যে আমার মতোন কবিতাগুলো কে পরম যত্নে আগলে রাখবে.. প্রতিদিন কবিতাদের সাথে গল্প করবে, খোঁজখবর নিবে, এমন একজন মানুষ খুঁজছি। দৈনিক পত্রিকাতে একটা নিয়োগ বিজ্ঞপ্তিও দিবো ভাবছি...পাড়ায় পাড়ায় লিফলেট বিলি করছি, দেয়ালে দেয়ালে কাগজ সেঁটে দিচ্ছি, বড় বড় অক্ষরে লিখা, মানুষ চাই..
যোগ্যতা হিসেবে বিশেষ কোনো উচ্চ ডিগ্রির দরকার নেই, কেবল কবিতাদের বুঝতে পারলেই হবে, বয়স! এই মুহূর্তে যে নতুন যৌবন পেলো, একদম তরুণ, আমি আমার কবিতার মশাল একজন দীপ্ত, সাহসী,চিরউন্মাদ তরুণের হাতে দিতে চাই... যে হবে আমার কবিতার একমাত্র প্রচারক..
ও শহর- গ্রামে, পথে পথে ঘুরবে আর কবিতা বিলোবে.. কেউ কবিতার ব্যখ্যা চাইলে খুব সহজেই বুঝিয়ে দিবে..আর যে ক-খানা গল্প নিলামে তুলবো করে বলেছিলাম। সে নিলাম কোনো অর্থের বিনিময়ের হবে না.. হবে প্রতিশ্রুতির বিনিময়ে... যে কিনতে চাইবে তাকে তার করা প্রতিশ্রুতির বাস্তবায়ন ভরা মজলিসে করতে হবে, যখন কথা অনুযায়ী কাজ করতে পারবে তখন থেকে সে গল্পের মালিকানা বুঝে পাবে...
অতঃপর কবিতার সঠিক মানুষ খুঁজে পেলে, গল্পগুলোর বেচাকেনা শেষে আমি নিশ্চিন্তে অচেনা স্টেশনে উধাও হবো... অমাবস্যার চাঁদের মতোন উধাও... মেঘডাকা আকাশে বিদ্যুৎতের মতোন উধাও...