-উস্কো খুস্কো চুলে
অবনীতে আজ কার বিচরণ?
আহা এ যে কাব্য!
তো এতো তড়িঘড়ি কেনো?
-আর বলো না..
খুঁজতে হবে একশখানা
তরতাজা নীল পদ্ম।
-ও ব্যাপার তবে এই?
আগে বললে দেখিয়ে দিতাম
নীলাম্বরীকেই...
-নীলাম্বরী..?
কে সে?
-কাজলদিঘীর রাজকন্যা..
এ দীঘির সকল পদ্ম...
তারই তো কেনা...