পায়ের তলায় বুনো ঘাসের আলতো ছোঁয়া ভালোই লাগছে, চারপাশ সবুজে বিহ্বল.. গাছপালার দীর্ঘ সারি.. কিন্তু এতো অভিরাম সবুজের ভিড়েও অস্বস্তি লাগছে, ভয়ংকর অস্বস্তি... নিঃশ্বাস না নেয়ার মতোন অস্বস্তি... এতো গাছপালার ভেতর অস্বস্তি লাগার কারণ খুঁজে দেখা গেলো সেই কখন রাত নেমেছে। রাতে গাছপালারা অক্সিজেন এর বদলে মরননাশী কার্বন ডাই অক্সাইড ত্যাগ করে, যার ফলেই এমন অস্বস্তি...
এমন অস্বস্তির ভেতর আরো ভয়ংকর ব্যাপার হলো জায়গাটি আর্কটিক সার্কেলে অবস্থিত নরওয়ের ঘন জঙ্গল যেখানে ৪ মাস রাতের অন্ধকারে আচ্ছন্ন থাকে। অথচ এই গাছগুলোই বাকি মাসগুলো অক্সিজেন দিয়ে বেড়ায়..
হে জীবন, কবে হবি মোর
কবে হবি এক রোদেলা দুপুর...
“আহা সংশয়, যা হবার হয়
বোঝেনা হৃদয় কত অপচয়
কংক্রিট মন, মিছে আলাপন
বিসর্জনে ক্লান্ত ভীষণ
মেঘে মেঘে জমে আজ বেদনার বাঁধ
ঢেউয়ে ঢেউয়ে থেকে থেকে জলের নিনাদ।
আহারে জীবন, আহা জীবন
জলে ভাসা পদ্ম যেমন
আহারে জীবন, আহা জীবন
জলে ভাসা পদ্ম জীবন..”