এ পৃথিবীতে আহামরি কোনো ইচ্ছে নেই।
পূর্বে যেভাবে আকাশের দিকে তাকিয়ে থাকতাম,
এখন মাথা উঁচু করতেই ভয় লাগে;
বিকেলবেলার শেষ ট্রেনটি দেখতে রেললাইনে বসে তখন যেমন অপেক্ষা করতাম,
এখন আর সেই সময়টুকুই নেই, এখন রেললাইনের ঝিকঝিক আওয়াজে আমার মাথা ধরে,
মগজগুলো টগবগিয়ে ফুটতে চায়।
সত্যি বলছি, এ জগতে আহামরি কোনো ইচ্ছে নেই...
সন্ধ্যের মৃদু বাতাসে যে বন্ধুটির সাথে চায়ের আড্ডা জমতো,
জীবন যুদ্ধের হিসেব নিকেশ ভুলে গিয়ে প্রেম-কবিতার গল্প হতো...
ও আর এখন হাসতে চায় না,চায়ের কাপে চুমুক দেয় না;
যাকে নিয়ে থাকতো কেবল স্বপ্নে বিভোর,
তারও নাকি লোহার কপাটে সেজেছে দোর।
এ পৃথিবীতে আহামরি কোনো ইচ্ছে নেই
মাঝরাতে ল্যাম্পপোস্টের নিয়ন আলোয় চারুলতার নীল শাড়ি পড়ে জোছনা দেখার ইচ্ছে,
কিংবা বৃষ্টিভেজা বিকেলে কাঠগোলাপে ছেয়ে যাওয়া পথে কাব্যের একা একা গুনগুনিয়ে গান গাইবার ইচ্ছে..
এখন এসব কেবল দেয়ালে টাঙিয়ে রাখা তৈলচিত্র..
কিংবা গ্রাম্য মেলার বায়োস্কোপের ভেলকি!
এখন আর এসব মন ছোঁয়না..
মনের পিঠ যে দেয়াল ছুঁলো!
দেয়াল ছুলো বাস্তবতার আঙুল।
আমার আর দোষ কি বলো?
সত্যি বলছি, এ পৃথিবীতে অন্তত আমার কোনো আহামরি ইচ্ছে নেই।
--কাব্য