তোমার কেবল চলে যাওয়ার তাড়া
আমার হাতে ধরিয়ে দিচ্ছো অপেক্ষা কুড়াবার থালা
বছরের পিঠে ঝেঁকে বসেছে অভিমানের ডালা..
আমার উদরপূর্তি করতে তোমার হাতে বালা..?
শরীরে আর একটিও নাই সুতো..
আমি ছুঁলেই দোষ?
তোমার বক্ষ এতো উর্বর কেনো?
আমার জন্যে? বেশ বলেছো...
এসো বালা জোড়াটা এবার খুলি..
এ কি? তোমার মুখে নেই কেনো হাসির বুলি?
এই একটাই পারো
যখন তখন অনুভূতির পসরা সাজিয়ে বসো...
আমার দেহ আর ভালো লাগছে না?
নতুন মানুষ চাই..
কুমোড়পাড়ায় বায়না দিয়েছি
যেনো এক সুঠাম দেহ পাই।