আমি নাকি ইনটোভার্ট কথা বলিনা, মিশতে জানি না, হ্যাঁ আমার বন্ধু কম....কারন তুমি যাদের বন্ধু বলো ওরা আমার অভিধানে পরিচিত হবার মতোনও নয়। তবে তোমায় না দেখতে পারার পেছনে অন্য একটি কারণ আছে , সেটি তুমি ভালো করেই জানো। এর জন্য তুমি আমায় ইনটোভার্ট বলতে পারো না....তোমায় দেখলে খুব খারাপ লাগে, চোখের তলায় কালি জমেছে, শরীরটাও শুকিয়েছে ভীষণ, গালের টোলটা ক্রমশ বিলীন, দূরের থেকে বোঝা যায় না। দীর্ঘ কেশে এখন পড়েছে কৃত্রিম রঙের প্রলেপ, ওসব নাকি ফ্যাশন। তুমি তো ভিনদেশী সংস্কৃতির মোহে বিভোর ছিলে.... তখন কত করে বলতাম বাঙালি হও তুমি ফিরো নি... তোমার সাথে আমার পছন্দের নাকি মিল নেই? অথচ আজ রবীন্দ্রসংগীত তোমার জানালা দিয়ে শোনা যায়। এসব কি সকলই কাকতালীয়? এতো পরিবর্তনের ভীড়ে তোমার অনুভূতিরা একটুও পরিবর্তন হতে পারলো না...আর কত নিচে নামলে তোমার ওই মানুষটার মন ভরবে? কবি বলেন,মানুষ যখন প্রেমে পড়ে তখন অন্ধ হয়ে যায়, বোধ হারায়,আজ ফের, কবিদের কথার উপর আমার বিশ্বাস এক দফা বেড়ে গেলো.. অন্তত এ জন্যে তুমি একটা ধন্যবাদ পাবার ভাগিদার..
.
.
--
#OldFile