উনুনের ন্যায় জ্বলতে পারো?
আমার খুব জ্বলবার ইচ্ছে।
আকাশের মতো সীমাহীন হতে পারো?
আমার খুব উড়বার ইচ্ছে…
হতে পারো ডাকপিয়নের বাঁশি…
আমার চিঠি পাবার খুব ইচ্ছে..
দিতে পারো এনে গোধূলির সন্ধ্যে..
আমার সূর্যাস্ত দেখার খুব ইচ্ছে..
আমায় এক মানুষ এনে দিতে পারো?
তোমাকে ভুলবার বড় ইচ্ছে…