প্রকৃতি, তোমার এই হঠাৎ যখন তখন পরিবর্তনের সাথে আমি নিজেকে মানিয়ে নিতে পারছি না বরং আমার খুব কষ্ট লাগছে এই ভেবে যে, তুমিও শেষমেষ মানুষের মতোন, নিজের সুবিধে মতোন ,মুখোশ পড়ার চেষ্টা করছো...
তুমি মানুষ হলেই পারতে.. অন্তত বিশ্বাস করতে সুবিধা হতো যে, মানুষ বদলায় কারণে অকারণে বদলায়....
কিন্তু এখন দেখছি মুখোশের আড়ালে তুমিই মানুষের পরিবর্তনের কল কাঠি নাড়ো....
অথচ আমায় কেউ যদি বলতো তুমি মানুষ না হলে কি হতে ?
আমি নিঃসন্দেহে প্রকৃতি হতে চাইতাম...

(হতাম যদি রঙিন প্রজাপ্রতি,
ফুলে ফুলে মাতামাতি......)
---কাব্য