বুক জমা ভালোবাসা
বুক পকেট তাও ফাঁকা
কি দোষ তাতে!
নিরুদ্দেশ যাত্রা
অতিরিক্ত মাত্রা..
কি দোষ তাতে?
একান্ত সাক্ষাৎ...
নিতান্ত প্রতিঘাত..
কি দোষ তাতে?
আজগুবি বায়না
আধ ভাঙা আয়না
কি দোষ তাতে?
চশমা টা আবছা
গ্রামীণ গামছা..
কি দোষ তাতে?
এলোমেলো চিন্তায়..
স্বপ্নেরা ঘাবড়ায়..
কি দোষ তাতে!
বেচে যাওয়া প্রানটি..
আজও খুঁজে শান্তি...
কি দোষ তাতে
নিখুঁতের আড়ালে..
ভুল গুলো লুকালে
কি দোষ তাতে!