ভুলে যাও, ভেবে নাও..
ভুলে জমানো যত শোক।
ফিরে যাও, দেখে নাও,
দেখো আকাশ ঘেরা সুখ।

হাতটা দাও, আঙুল ছোঁও,
অনুভূতি সাত কলস।
ভিন্নতায়, স্বাধীনতায়,
মন মানেই বেশ অলস।

হারিয়ে যাও, চোখের কোণ,
ছুটে চলা ট্রাম-বাস..
জাগিয়ে তোলো, প্রখর রোদ..
যেনো নতুন ঘাস, এক আকাশ...

অন্যদিন, অর্থহীন...
সরলতায় বক্রতা...
একজনম, সঙ্গীহীন..
কল্পনায় সখ্যতা...

-কাব্য